নদীর কুলে এসেছি -
কতইনা মুখরিত পরিবেশ,
চারিপাশটা বেশ খোলামেলা।
সামনেই জলের স্রোত
কিন্তু মুগ্ধ করলো আমাকে
সন্ধ্যার সূর্যাস্ত রুপটি।

মানুষের জীবনযাত্রার কিছুটা চিত্রও দেখেছি,
নদীর তীরে ছোট্ট ছোট্ট ঘর  
বড় অট্টালিকার চেয়ে সৌন্দর্যময়।

ভৈরব নদী  • ইয়াসিন হাওলাদার