সৃতিচারণ মধুর কন্ঠস্বর
সকালের মনোরম হাওয়া,
যত্নসহকারে পাখির বাসা
অদ্ভুত আঙ্গিকে তৈরী।
গোলাপ সহ নানা ফুলের সুগন্ধি প্রবাহিত হয়,
সকালের সবুজ ঘাস-
যেন ক্ষুদ্র ব্লেডস গজিয়েছে।
সকালের নাতিশীতোষ্ণ বাতাস
পৃথিবীর পরিবেশের মোড গুরিয়ে দেয়,
সকালের সূর্যের আবছা আলোয়
জন্ম নেয় মহিমান্বিত রঙের।
মেঘেদের পৃথক হওয়া যেনো জুরুরি হয়ে পড়ে-
উষ্ণ মিষ্টি বাতাস মিলে সকালের পরিবেশ
যেনো এক নতুন আভাস ডেকে আনে!