সহজ জীবন, সহজ চাওয়া,
নেই তো কোনো জটিল ধাঁধা।
ছোট্ট ঘরে স্বপ্ন বোনা,
শান্ত মনে জীবন গোনা।

পাখির ডাকে সকাল শুরু,
সন্ধ্যা নামে যখন ধীরু।
চাঁদের আলোয় স্বপ্ন দেখা,
এই তো জীবন, এই তো শেখা।

নেই তো কোনো বড়াই করা,
নেই তো কোনো অহং ধরা।
যা আছে মোর অল্প হাসি,
তাই নিয়েই তো বেঁচে থাকি।

ফকিরহাট,  বাগেরহাট।