কোন অভিমানে সময়ও এতোটা পিছুটানে?
কেনোই'বা বর্তমান শান্তনা এতোটা ধূসর-মলিন?
কোন অভিমানে বিষণ্নতার মেঘ সৃষ্টি হয়?
কেনোই'বা চাপা কান্না ভেসে বেড়ায় সবকিছুতে?
কোন অভিমানে তারাও জ্বলে জ্বলে নিভে যায়?
কেনোই'বা দু'চোখ শিশিরে ভিজে একাকার হয়?
কোন অভিমানে হৃদয় নীরব-নিঃশব্দে কাঁদে?
কেনোই'বা চিন্তারা এতোটা এলোমেলো?
কেনোই'বা এখন রঙ বদলের পালক্রম ঘটে?
কেনোই'বা ছেড়ে যায় সবকিছু?
কেনোই'বা ছিন্নভিন্ন হয়ে পড়ে অতীত-বর্তমান?
খুঁজে ফেরা গোপন-আঁধার না জানা উঞ্চতার ওম,
এতোটা বেদনা, এতোটা নিদারুণ - নিষ্ঠুরতম কাপুনি রাত।
কোন অভিমানে অপেক্ষাতেও রাখে ঠান্ডা শীতল হিম'কে?
কেনোই'বা কেঁদে মরে একাকী অভিমানে?