ভেবেছিলাম আমার একটা আকাশ হবে।
একটা ছোট্ট ঘর আর উঠান হবে।
ছবির মত একটা উঠান,
যেখানে শরতের কাশ ফুল, বর্ষার মেঘ আর শীতের কুয়াশা এসে ভীড় জমাবে সকাল বিকেল।

আমি ভেবেছিলাম আমার একটা নদী হবে
যেখানে বৈশাখের হাটুজলে জন্মাবে কলমি ফুল

ভেবেছিলাম আমার একটা মাঠ হবে
যেখানে হেমন্তের রিক্ত ফসলের খেতে বাসা বাধবে পাখির দল।

কখনই ভাবিনি সে পৃথিবীর অপেক্ষায় কেটে যাবে সারাটি জীবন। একটা বদ্ধ ঘরে। দেয়ালের দিকে তাকিয়ে। ভাবিনি কখনও।