ওহে আমার হিন্দুস্থানী
মিলাদ পড়া মুন্সী ভাই,
শবে বরাত করবো পালন
একটা পক্ত দলীল চাই।
কোথায় পেলে এ বিধানটা
কার দলীলে কিসে কি?
হুজুগ তালে ফায়টা লুটাও
খাচ্ছ কিসের জিলেপী?
দুরুদ বানাও মনের তরে
শেরেক বেদাত নাইরে হুঁশ,
আকাবিরের ভুল পথেতে
হায়রে অন্ধ পুজারী মানুষ।
ইবনে আবিল হুমায়রার দ্বীন
৪৪৮ হিজরিতে তা,
এতই ফালাও হানাফি বলে
দেখাও হানীফার কওলটা?
আবু হানীফা করেন নি কভু
করেন নি কেহ তবে,
আরব বিশ্বে নাই কেন তা
জবাব দিবে কবে?
বাবার কথায় চলে না দ্বীন
চলেনা ধর্মের হাল,
দাও না হিসেব ওই বেদাতের
নামবে আধার মহাকাল।।