সুপ্ত বিবেক গভীর ঘুমে
ডাকছে ঘাপুস ঘুপুস,
টিনের চালে ঢিল ছুড়িল
ফিড়ল না যে হুশ।
নিদ্রা তবু ঘাপটি মেরে
টিপকে ধরে চোখ,
কম্বল খানা নিয়ে গেল
ভস্মিত তোষক!
তবুও ঘুমে চুপটি করে
হ্যামিলনের সেই বাঁশি
নাকের ভেতর ঢুকল ইদুর
দ্বায়সারা দাও কাশি।
আবারো ঘুম পিয়ানো
ওষুধ খাবে ঘুমের,
পরণের কাপড় তোমার নাই তো
সম্পদ হলো ওদের।
যেই ঘরেতে ওয়াক্ত মত
সালাত হতো তোমার,
মূর্তিখানা ওদের এটা
ভান ধরিও ঘুমের।
ঘুমাও বন্ধু ঘুমাও মুমিন
ঘুমাও আলসের দলে,
তোর ঘুমেতে দরবারিরা
ভরে তুলছে থলে।।