দুই দিনের এক বামন আসিয়া
ভাতেরে কহিলো অন্ন,
বুঝলো কিসে ভাত-ভর্তা কি
মূর্খ নাকি উদাসীনতার জন্য?
পায়েস কে বলে কাদার গোলা
মিষ্টি দিয়ো সস্,
নিরামিষ যে অমৃত লাগে
বললে মাংস লস।
ভুজ্যি শেষে হাদিয়া পেল
কেজি চারেক চাল,
নাম জাগাতেই নতুন মুফতির
হারাম মসুর ডাল।
বাছা বামন, এতো ভিক্ষার চাল
কাড়া আর অকাড়া খোজ তাতে,
দাওয়াত খাবে খাবার পেতে
ঝোল দেন ভাই ওই পাতে।
বামন মশাই মুর্খ মোরা
ভেজে শুকে খান,
বলবে না কেউ অধম জাতি
মুর্খ অধম সমাজ একখান।।
০১.১১.১৭
বাদ এশা