আমি কবি নই
ইহা মনের তেজ,
কৈশোরে যার মাত্র ছোঁয়া
গর্জন টাই আমেজ।
কবিতা মানে প্রেয়সীর
রক্তজবা র খোপা?
হৃদয় নিংড়ানো চাহনি
পদতলে ছোপা?
আমি পুরুষ
কাপুরুষ নই অত,
আত্মার সে সম্পর্ক টা
হয় না মাথা নত?
তোমরা পুরুষ নও
কা-পুরুষের দল,
তরুণী নাকের দড়ি টানছে
তুই তো পিছে চল।
এক তরুণী গিলায় বড়ি
ডজন পুরুষ নত,
কান ধরে ওঠায় বসায়
তোরাই, পুরুষ জাতির ক্ষত!