একাত্তরে মুক্তিযুদ্ধ
একাত্তরে চাল,
হাত দিও না পুড়ে যাবে
এটা মসুর ডাল!!
আলুর কেজি সত্তর করে
চেতনার বাকি এক,
কাঁচামরিচ হাজার টাকা
করতে হবে ত্যাগ।
পেয়াজ রসুন সেঞ্চুরিতে
ডিমের বাজার আউট,
রাবিশ মন্ত্রী ভেংচি মারে
ব্যাবসায়ীরা টাউট!
পদ্মা হলো, উড়াল হলো
হলো মেট্রোরেল,
দামের কথা জিগাও কেন
বাড়তে পারে তেল!
নদীর তলে রাস্তা হলো
মাছের ক্ষতি কি?
বছর সেতো অনেক হলো
ইলিশ খাইছো নি?
মাংস সেতো খাইতে মানা
নিরামেষী শ্লোগান,
কাঠাল দিয়েই বার্গার গিলো
চুপ থাকো পোলাপান!!
আইন-কানুন সব তাদের তরে
মামার হাতের মোয়া,
আকাম-কুকাম হুজুরাই করে
নেতারা দুধে ধোয়া!
বইঃ তেলাঞ্জলী