জাগবে যেদিন শ্রমিক-মজুর
ধরবে টুটি চেপে,
কতধানে চাল কতটা
সময় হলে মেপে।
শ্রমিকের ঘাম, রক্তকনা
তোমার গ্লাসের জুস,
সেই মজুরকে লাথি মারো
আসবে কবে হুঁশ।
তোমার বিদ্যার পুস্তকাদি
শ্রমিকের হাতে বোনা,
শ্রমিক গড়ে দেশটা তোমার
মাটি হচ্ছে সোনা!
যার কাঁধে ভর করে চলো
বুঝ না তাদের ব্যাথা!
একটু চেয়ে দেখ তাদের
গায়ে ছেড়া কাথা।
নিজের অসুখ, রোগ ভুলে যায়
তোমার তৃপ্তির তরে,
একটু ওদের তাজিম করিও
দু মুটো খাবার জুটতে ঘরে!
বিঃদ্রঃ মহিলা আইনজীবী কর্তৃক রিক্সাওয়ালাকে থাপ্পড় দেওয়ার প্রতিবাদে।
৮.৫.২৩
আত তাইবা