চোখের পানি শুকিয়ে গেছে
বাবা তোমার শোকে,
অপলক চোখে প্রহর গুনি
এতিম বলে লোকে।
এমন করে যাবে চলে
বিদায় দিলে কেন?
হাজার মাইলে তাড়ায়ে দিলা
কিসের অভিমান!!
দিনের শেষে সন্ধ্যা বেলা
সবার ঘরে বাতি জ্বলে,
আমার ঘরের বাতি তুমি
আমার ছেড়ে কই লুকালে?
দিনের বেলা পারিনা থাকতে
একা একা ভীষণ ডরে,
কেমন করে কাটাও তুমি
মাটির নীচে আন্ধার ঘরে।
কোন অপরাধের দোষী আমি
তাও তো জানি না,
পাই নি দেখা শেষ বলাতে
পাই নি জানাজা!
আমায় তুমি দিও না ঠেলে
তোমার থেকে দূরে,
দোয়া করি আলোকিত হও
জান্নাতি সেই নূরে।