দুঃখ কি শুধুই মন থেকে আসে ?
নাকি এর পিছনে আছে কোনো ইতিহাস ,
যার সুদূর পৌরাণিকতার পাশে :
লুকিয়ে আছে কোনো মর্মস্পর্শী দীর্ঘশ্বাস !
হয়তো দুঃখ সুখের চেনা গন্ডির মাঝেই রয়েছে ;
অথবা কোনো উল্লাসভরা চিৎকারই
এক নিমেষে দুঃখের রূপান্তর ।
ভাবনার মৃদু আভায় কখনও হয়তো
মনখারাপ হয়ে ভাসে,যাকে দেখা যায়না !
কিন্তু অনুভব করা যায় ।
যেমন প্রদীপ নিভে যাওয়ার আগে একবার জ্বলে ওঠে তেমনি সুখের শেষ ঠিকানাই কি আসলে দুঃখ
যদি সব দুঃখই সুখ হতো !!তবে সেই সুখের বোঝা
যে ভারী ।যে অনুভূতি মনের বোঝা বাড়ায়,
যা ভাগ করলে মন হাল্কা হয়,সেই দুঃখকে-
ব্যখ্যা বোধহয় এভাবেই করে॥