বিরক্তিকর চাপা এক দলা অস্বস্তি,
কেমন যেন একটা দম আটকানো পরিবেশ!ঘিনঘিনে চলার পথ, আর
মনের মধ্যে জমে ওঠা এক দলা বমি।
একটা বস্তির মধ্যে বেড়ে ওঠা
কিছু অযান্ত্রিক এর অনুভূতি,
যাদের বারবার চোখ চলে যায়
বড় রাস্তা পারাপার করা মানুষ গুলোর দিকে।
প্রতিটা দিন কাটে অনিশ্চয়তাকে নিয়ে
কাঁচ ভাঙ্গা স্বপ্নগুলো জোড়া দিতে চায়।
মনের কোণে উঁকি দেওয়া আশায়,
ঘামে ভেজা শরীরে ক্লান্তির ছাপ, আর
পেটের মধ্যে জ্বালা নিবারণের চেষ্টা
এটুকুই তো পৃথিবী-
চোখের জল ,বাঁচার ইচ্ছা আর অদম্য খিদে;
এগুলোই ওদের নিত্যদিনের বাঁচার রসদ।
সন্ধ্যা প্রদীপের ঘর আলো করা ব্যাপ্তির মতো,
সবাইকে নিয়ে হাত রেখে চলার উৎসাহ ।
নির্লিপ্ততার সাথে অস্তিত্ব রক্ষার লড়াই
অভিযোজনের সীমাহীন ইচ্ছে!
এমনি করেই দিন চলে যায় নিজের মতো ;
ওরাও বেঁচে থাকে অনিশ্চিত অস্বাস্থ্যকর সমাজে।
যদি কোনদিন সমাজটা পাল্টায় পরিবেশের মতো,
সেই আশাটাও বেঁচে থাকে আকুল হয়ে মনের কোনে।।