অজানা কিছু শিহরণ-
আর আশ্চর্য তার প্রলেপ,
সত্যি!মোহময়তার স্বপ্নরাঙা,
বৃষ্টিমাখা উদাস রাত;
যেটুকু চাওয়া পাওয়া,
ভেজা জানলার পাশে দাঁড়িয়ে ,
তার সর্বস্ব উপভোগ করা,
যার শেষ শুধুমাত্র বর্ষণের অস্থির আবেশ।
অদ্ভুত এক মেঘ-পালকের দপদপানি
ক্ষনে ক্ষনে আলো-আঁধারির মায়ায় খেলা;
চমকানো মৃদুলতা আর দমকা হাওয়া;
ভিজে যাওয়া মুহূর্তের দাঁড়িয়ে থাকা,
অভুক্ত কোনো শব্দঘেরা চোখরাঙানি-
নিমেষে জানিয়ে দেয় কিছু কাতরতা।
নিস্পলক চোখ সবকিছুর সাক্ষী!
বিহ্বল রাত ও উন্মাদ হাওয়ার সন্ধিক্ষণ;
শীতল প্রশ্বাস আর একটু বুকভরা শ্লেষ-
মিলে মিশে যায়, যেখানে ক্লান্তির হয় ছন্দপতন।।