কি আর দিতে পারি তোমায় ?
যত রকম শব্দ হতে পারে –
প্রেম কিংবা ভালবাসার,
সবই তো বলা হয়ে গেছে।
তবে
আমি কি তৈরী করবো নতুন শব্দ ?
সেই শব্দ কি বলতে পারবে
আমার মনের কথা।
তার চেয়ে ভাল -
আদিম মানুষের চিৎকৃত ধ্বনি।
সেখানে শব্দেরা এত ভীড় করেনি তখনো।
কয়েকটা ডাকেই বোঝা যেত সব ভঙ্গিমার
উন্মুক্ত আবাহন।
মানুষ বেড়েছে ঢের –
শব্দ ও ততোধিক।
তাতে কি বেড়েছে প্রেম ?
কিংবা ভালবাসার নতুন অধ্যায় ?
তার চেয়ে এসো –
সুরে সুরে বলি তোমায়।
পাখীর শীষের মত;
সমুদ্রের ঢেউভাঙা গানের মত;
অথবা চুপিচুপি –
ঘাসের ডগায় ভোরের শিশির পড়ার মত।
এসো, পূর্ণ হও প্রেমে –
স্নানিত হও আমার ভালবাসায়।
শব্দেরা দেখুক –
তাদের ছাড়াও ভালোবাসা যায়।
প্রকৃতির সুরে ঝলসে উঠুক
আমাদের নতুন ধ্বনি-শব্দেরা-
দিকবিদিক চিৎকৃত করে।
@ গৌতম দত্ত
২২/০৫/২০১৫