হয়তো কখনো তোমার কান্না ঘিরে
গলবেই জেনো, হয়তো কারোর মন
তখনো কি তুমি ভাসবে চোখের জলে –
কান্নার জলে শুরু হবে আলাপন ?

বিষাদে মাখানো তোমার সে দুটি চোখ
যেন আনমনে, অপলক চেয়ে থাকা –
তারার গভীরে অনেক স্মৃতির ভীড়ে
পারবে কি তুমি চলতে সে পথে একা ?

ধুপছায়া রঙে তোমার বসন খানি
মায়াবী স্বপ্নে তাহারে যে পিছু ডাকে।
চোখের জলের দাম যদি কেউ দেয়
পারবে কি তুমি মন দিয়ে ছুঁতে তাকে ?

অথবা যদি সে নীরবে তাকিয়ে থেকে
তোমার দু'গালে হঠাত করেই রাখে-
পুরুষালি দুটি ঠোঁটের সে আলপনা।
তখন তুমি কি পারবে ছাড়াতে তাকে ?

হয়তো জীবনে একবারই আসে প্রেম
কখন, কিভাবে, কি'করে, যায় না বলা
তবুও স্বপ্নে প্রেম ঘুরে ফিরে আসে -
জীবনের পথে শুরু হয় পথ চলা।

প্রেম যেন এক নতুন দিনের ভোর
ব্যস্ত জীবনে কনে দেখা আলো ভরা
কমলা রঙের উজ্জ্বল সেই তাপে
তুমি হয়ে ওঠো সন্ধ্যের রাধাচূড়া।

তারপরে যদি রাতের তারার আলো
দ্বিধাহীন ভাবে ঝিকমিক করে ফোটে
তোমরা দু'জন মনে মনে মিলে গিয়ে
গুনবে প্রহর, কখন সূর্য্য ওঠে।

@ গৌতম দত্ত
৩০/০৫/২০১৫