মন যদি চায় হঠাত তোমায়
সুরে সুর দিয়ে এই সন্ধ্যায়
তখন কি তুমি ছুঁয়ে দিতে পারো
আমার গভীরে দুহাত, আবারো ?

সন্ধ্যে নামবে নয়নতারায়
হাস্নুহানা ফুটবে হাওয়ায়
তোমার আঁচল কি গভীর সুখে
উড়ে পড়বেই, আমার এ মুখে।

উদাস পা'দুটি শ্লথ হয়ে এসে
দাঁড়াবে আমার মনের আকাশে
ছম ছম সুরে মলে'র সে ধ্বনি
আমায় আকুল করবেই জানি।

তারপরে রাত  নিজের খেয়ালে
তারাদের নিয়ে ফুটবেই জ্বলে
ঘন সে আঁধারে, তোমার সে রূপে
ভেসে যাব আমি অজানা সে দ্বীপে।

আমায় জড়াবে তোমার সে তার
অনেক খুঁজেই আনব জোয়ার
তোমার চোখের জলের ধারায়
ভিজে যাব আমি রূপোলী মায়ায়।

তোমার বলা সে কথাগুলো সব
গান হয়ে ভেসে ক'রে কলরব
মিলবে মেলাবে নতুন সে সুরে
নীলচে আকাশ দূর হতে দূরে।

@ গৌতম দত
২৪/০৫/২০১৫