আজ ফাগুয়ায় এসো না, খেলব হোলি
গাছে গাছে আজ পলাশ দিয়েছে ডাক
নীলচে আকাশে সাদা মেঘ বলে, চলি
দুনিয়াটা আজ মাতালেই ভেসে যাক।
তোমার আমার মিলিত চোখের ভাষা
আনে ফালগুন, আনে দক্ষিনে হাওয়া
তোমার আঁচলে, আমার গোপন আশা
হলুদ রোদেতে ভরে দিক সব পাওয়া।
পিচকিরি হাতে হ’য়ে ওঠো তুমি রাধা
গত জনমের না ফোটা সে ফুল কুঁড়ি
এ জন্মে আজ পড়েছ যে তুমি বাঁধা
এস না, আমরা নতুন বাসর গড়ি।
নতুন করেই সাজাবো জীবন আজ
সাত রঙা রঙে খেলব আজকে হোলি
সিঁথির গভীরে পরাবো লালচে সাজ
সারা মুখে দোবো প্রণয়ের ফুল কলি।
আর যদি আজ, একান্তে ঠেলো দূরে
আগামী জীবনে কাঙ্খিত সাত পাক
এবার না হয় মেঠো বাউলের সুরে
কাটাব সময়, ভালবাসা, মনে থাক।