শুধু নাম ধরে কানে কানে ডাকা
নাম ধরে ডাকা শুধু কানে কানে
মনের সে ফুল আপনিই ফোটে
কবিতায় বলে “কেন এ কে জানে !”
হৃদয়ের গান কখন যে আসে –
ভীরু দুটি চোখ কি যেন কি বলে
সব কথা শুধু গান হয়ে ফেরে -
বন-ফুল ফোটে আপন খেয়ালে।
উন্মনা মন উড়ে যেতে চায় –
নাম হারা পথে মেঘে কুয়াশায়
আসমানী রং আকাশেতে ভাসে
অজানা সুরেতে বাঁশী ছলকায় ।
যে সুর উঠেছে মনের কোনায়-
সারা দিন রাত কোথা বয়ে যায়
চাঁদ ঢলে পড়ে আকাশের গায়
কত কথা শুধু বলা হয়ে যায়।
শুধু মনে আসে তোমার সে ছবি
রঙেতে রেখাতে আবছা আলোতে
মায়ায় জড়ানো কোমল সে মুখ –
কতদিন তুমি আস নি এ পথে।
নীরব নিশীথে তারা দের সাথে
উড়ে যেতে চাই তোমাতে আমাতে
দূরে বহু দূরে অজানার কূলে
ভেসে চলে যাব নতুন সে স্রোতে।
দিনের আলোতে হব একাকার
মল্লার রাগে বাজাবো সে তার –
আকাশে ফুটবে রামধনু রঙ
সন্ধ্যা ফুটবে ছড়িয়ে বাহার।
তারপরে যদি বাকি কিছু থাকে
ছড়িয়ে দেব তা আকাশে বাতাসে,
ফুল হয়ে সে তো গন্ধ বিলোবে –
এই পৃথিবীর মাটি আর ঘাসে।।