আলিঙ্গন আর কোলাকুলির তফাত আছে নাকি
এই দুনিয়ায় সবই এখন কেমন যেন ফাঁকি –
চুমো খাওয়ার আগে যখন জড়িয়ে ধরে কেউ
মনের কোনের ভেলায় ভাসে সাত সাগরের ঢেউ।
সেই জন্যেই ‘কিস’ এর আগে ‘হাগে’র’ ব্যবহার
ব্যবসাদারে অনেক জানে করতে পকেট-মার।
সাত দিনেতে হপ্তা সাজে, সাতটা বারের নামে
এখন দেখি দিন কেনা যায় নতুন নতুন খামে।
কত যে সব নামের বাহার নিত্য নতুন দিন –
মেঘলা আকাশ তেমনি আছে, ফুলগুলো রঙিন।
জগত জুড়ে ব্যবসার জাল, ফন্দি-ফিকির কতো !
রোজ সকালে ঘুম ভাঙ্গলেই চলো যে যার মত।
বিজ্ঞাপনের হরেক আলোয় রোজই মধুমাস
কষ্টেরা সব চলেই গেল দিয়ে গলায় ফাঁস!
আপনি বাঁচো আপনি জিও আপনি পিও ‘র কাল –
কাল কি হবে সেই ভাবনা আজ যেন জঞ্জাল।
চলছি ছুটে আমরা সবাই কোথায় সে কোন দিক
কেউ জানি না আমরা সবাই কোন পথটাই ঠিক।
“ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড” করা অতই সহজ নয়-
অনেক কষ্ট অনেক সুখের ইতিহাস কথা কয়।
ওরা তো বলে না, এসো আজকেই আনি মুক্তির দিন-
পৃথিবীটা হোক কলরবে ভরা, চিন্তায় স্বাধীন।।
@গৌতম দত্ত
১২/০২/২০১৫