রাত যদি হয়
ফোটার সময় –
দিন কি তবে,
পরাগ-রেণু ?
ভোরের আকাশ
পাখীর কূজন
দিন আনে কি
রাতের বেণু ?
মন যদি হয়
হঠাৎ সানাই-
বিস্মিল্লার
মন কি ভরে ?
অবাক চাওয়া
হঠাৎ যখন –
বেসুরোতেই
সুরটি ধরে।
গহন মনের
শিরায় শিরায়
প্রলয় নাচন –
তাল কি ধরে ?
রাতের কালোয়
ফুল যদি হয়
উতল নদী –
নৌকা বাওয়া !
কলসী ভরেই
জল উপচোয় –
সেই কি সবার
পরম পাওয়া ?
০২-০২-২০১৫