যদি রাত সারারাত বৃষ্টি ঝরে যায় –
আর বাগানে বকুল ঝরে হাওয়ায় হাওয়ায়,
তখনো তোমার প্রেমে মগ্ন হতে পারি ;
রাত আর সারারাতে সে তুমি আমারি।
ঝড়ের আওয়াজে যদি ঘুম ভেঙ্গে যায় –
জানালার ফাঁক দিয়ে আলোর ঝলক,
তোমার মুখের ‘পর চোখ চলে যায় –
তৃপ্তির ঈশারায় বন্ধ দু-চোখ।
কত স্মৃতি কত ছবি ভীড় করে আসে –
বৃষ্টির শব্দেতে ভিজে ওঠে মন,
টুপটাপ শব্দের হিন্দোল ভাসে –
আমার দুবাহু ‘পরে তোমার জীবন।
যদি রাত সারারাত বৃষ্টি ঝরে যায় –
আর বাগানে বকুল ঘ্রাণে হাওয়ায় হাওয়ায়,
মিশে যায় সবকিছু মিশে যায় সব –
সারারাত দু-জনের বোধ অনুভব।।