প্রেম ঠিক কি? – অবশ্যই অনুভূতি,
অনেকদিন আগে ভিক্টোরিয়ার –
গাছের তলায় যুগল নিশ্চলমূর্ত্তি,
যেন ওইটুকুই জগৎ - বাকী সব মিথ্যা,
অথবা যে মেয়েটি ক্রমাগত হাত নাড়িয়ে
বিদায় জানিয়েই যাচ্ছিল,
সেটা প্রেম ছিল – অবশ্যই সেই মূহুর্তে।
এরপর ওদের জীবনে কি হয়েছিল
জানতে তো পারি নি,
প্রেম পরেও হয়তো ছিল –
বা হয়তো ছিল না।
ও ট্রেন থেকে নামতে চাইছিল না কিছুতেই,
বলেছিল – আমায় সঙ্গে নাও,
আমি বাড়ি ফিরতে চাই না!
কিন্তু বাস্তবতাবোধ – একাই পাড়ি
দিলেম অজানা ভবিষ্যতে,
ভবিষ্যতের খোঁজে।
বর্তমানে হারিয়ে গেছে সে,
তখন সত্যি প্রেম ছিল,
আমি সব বুঝেও হারিয়ে গিয়ে
প্রেমের কাছে হেরে গেলাম।