বেঁচে থাকাটা সত্যিই আশ্চর্যের
চারিদিকে কত মারন জীবানু
যে কোন মূহুর্তে – একটু দুর্বলতা
আর সব শেষ।
তবু প্রতি মূহুর্তে এক অদৃশ্য যুদ্ধ
পরিবেশ – সমাজ – ধর্ম –
ধর্মযুদ্ধ – অধর্মযুদ্ধ ...
সব গুলিয়ে যায়।
মনে হয় বেঁচে থাকাটা
একটা প্রবনতা
জীবনের ধর্ম –
লড়, লড়ে বেঁচে থাকো।
সবাই – সবকিছু, তোমার বিরূদ্ধে হলেও
শুধু বেঁচে থাকো,
শুষে নাও জীবন,
শুষে নাও সব শক্তি
কখনও কখনও সন্মানজনক পাশ্চাদবসরন।
হতেই পারে, হতেই পারে –
জিতে হারো, হেরে জেতো –
মৃত্যু তো নিশ্চিৎ,
মৃত্যুর সময় শুধু অনিশ্চিৎ।
তাই যত পরিকল্পনা –
আকাশ কুসুম সুখস্বপ্ন
দুঃখ আছে এবং নেই,
আশা আছে - আশা আছে
সুপ্ত বাসনা –কামনা স্বপ্নগুলো
আগলে রেখে – বাঁচিয়ে রেখে
আন্তহীন লড়ে যাওয়া
বেঁচে থাকার প্রবনতায়
মৃত্য পর্যন্ত বেঁচে থাকা।