বন্ধু বড় দুঃসময়
কেঁপে উঠেছে ধরিত্রী
শত মানুষের কান্না
চাপা পড়েছে ধ্বংসস্তুপে
স্বজনহারা মানুষের
কান্না শুকিয়ে গেছে
আশ্রয় নেই, জল নেই,
খাবারও নেই
অসীম সাহসী হৃদয়ও
ভয়ে কেঁপে উঠছে
প্রকৃতির এই ধ্বংসলীলা
রূকবার শক্তি নেই কারোর
তবু বন্ধু যদি হাত বাড়াও
ধ্বংসের মধ্য থেকে আবার
উঠে দাঁড়াবে সমাজ
সব ভুলে, নতুন শুরুয়াত
সব হারিয়েও নতুন
স্বপ্ন দেখবে আবার
শুধু কিছু ধ্বংসস্তুপ
থেকে যাবে হয়ে ইতিহাস।