ভালোবাসা - সুখের আশা
ভাগ্য কেমন খেলছে পাশা
দাবার চালেই মাত্
থাকছে শুধুই শুন্য হাত
ভালোবাসার টানেই কাছে আসা
একই সঙ্গে ওঠা-বসা
চলা একই জীবন-পথে
ছকবাধা একই গতে
ছিড়তে চাওয়া এ বন্ধন
সত্য প্রেমের সত্য সন্ধান
সাপ্-লুডোর খেলায় মেতে
কেউ বা হারে – কেউ বা জেতে
জীবন ভেলায় মারন খেলা
দোলায় দোলে প্রেমের মেলা
প্রেমটা বড়ো স্বার্থপর
ভাঙ্গে-গড়ে ভালোবাসার ঘর
এক জীবনে প্রেম না পেলে
বৃথাই যাবে জীবন গেলে
ভালোবাসা – মারন নেষা
প্রেম এলে পাই জীবন দিশা
নইলে জীবন এলে-বেলে
যন্ত্রজীবন – চলবে কলে।