সেই কোন ভোরে উঠেছি, জানো
তারপর থেকে সেই যে চলছি
একটুও বিশ্রাম নিই নি
দিনটা কতো বড় ছিল -
চলছি, চলছি আর চলছি
মাঝে মাঝে পড়ে যাই নি
তা বলবো না
আবার উঠেছি, চলতে থেকেছি
কতকিছুর মধ্যে দিয়ে,
কতজনের সাথে –
যারা ছিল, একে একে ছেড়ে গেছে
মধ্যগগনের সূর্য খুব জ্বালিয়েছে
এভাবে দিনটা চলেই গেল
গোঁধুলির রাঙ্গা সূর্য
দেখতে দেখতে
এখন সন্ধাবেলা
একা বসে আছি
শুন্য মনে শুন্য হাতে
দিনের হিসাব কষছি
ক্লান্ত আমি, শ্রান্ত আমি
সামনে অনন্ত রাত্রি
পার্থনা এক অনন্ত ঘুমের
আমার চোখে নেমে আসুক সেই
অনন্ত ঘুম।।