হাঁটু মুড়ে বেঁচে থাকার চেয়ে
মরন ভালো
সোজা দাড়িয়ে বুক চিতিয়ে
মরন ভালো
চারিদিকে দেখছি চেয়ে
আঁধার কালো
কোথাও কি মিলবে না ভাই
একটু আলো?
মানুষ, সৃষ্টির পর থেকেই
করছে সন্ধান
কোথায় গেলে পাওয়া যাবে
আলোক-উদ্যান
আলো আছে মনের ভিতর
করতে হবে সন্ধান
ডাকছে প্রান হয়ে কাতর
করতে হবে বন্ধন
এ বন্ধন নয়, সে বন্ধন
এ হোলো মুক্ত মনন
যে জানে সে জানে
খোঁজ নাও তার মুক্ত প্রাণে
স্বজন খোজ, খোজো স্বজন
খুজে নাও জীবনের মানে।।