আজ সকাল বেলার গানে
তুমি দিয়েছিলে সুর,
বেলা গড়িয়েছে দ্যাখো
এল যে দুপুর।

যে-কথা লিখেছিলাম ভোরের টানে
তুমি দিয়েছিলে সুর,
সে-কথা বাজবে তোমার প্রাণে
নিয়ে যাবে তোমায় দূর-বহুদূর।

যতদূর গেলে কবিতা আমার
জোছনা ভরা চাঁদের পাহাড়,
ক্লান্ত পথিক তৃষ্ণার জল
সুরের ভুবন ছুঁয়েছে অতল।

যত গভীরে গেলে কবিতা আমার
ঝিনুক খুঁজে মুক্তো আনার
স্বরলিপির সাতটি সুরে
গাইলে তুমি নতুন করে।

তোমার সুর আমার ব্যথা
জুড়ে আছে একটি কথা,
হাজার কথার ব্যাকুলতা
'ভালোবাসার আগুন জ্বেলে কেন চলে যাও'।
                              
                            (১০ই মে, ২০১৯)