মালতী ডালে এ বেলার জল চৈত্রের পুণ্য স্নান
ও-বেলার কথা ভুলে যাই ব্যথা অলি পেল স্থান।
ভ্রমর আসলে বনাঞ্জলি আমি আছি শুধু বনে
মনের বাহির হয়েছে অধীর বন্য সমীরণে।
কাতর ফুলে আতর ঢেলে গন্ধে ব্যাকুল শশী
দিশেহারা হয়ে দিশা খুঁজে ভ্রমরের কোলে বসি।
রাত আসলে আঁধার নামিয়ে জোনাকি জ্বলে খুব
মালতী শাখে আলোকরশ্মি আলোর স্নানে ডুব।
তবু বারেবার শুকিয়ে বেলা মাটি ছোঁয়েছে প্রাণ
যেখানে বেঁধেছি হৃদলতিকা আমার পুণ্যস্থান।
ফুরিয়ে দিন এত শতঋণ কী করে করি শোধ
ঋণী থাকি জোনাকির কাছে আর সকালের রোদ।
জলে ভেসেছি ফিরেও এসেছি সূর্যে করেছি স্নান
জন্মান্তরে দিয়ে গেছি শুধুই অরণ্য ভরা ঘ্রাণ।
                          
(২৪শে সেপ্টেম্বর, ২০১৯)