কীভাবে দেখবো মৃগয়া গমন
উড়ে গেছে চোখ পাখির মতন
প্রজাপতি ঘাম শুষে দ্বিজ পারাপার
স্কন্ধে গেছে রেখে সুদিনের দ্বার।
যে সত্য মহাসত্য মেনে নিত মন
কীভাবে খুঁজবে তার পুঁতে রাখা ধন
মন ধুয়ে গেছে চিতার মতন
পঞ্চভুতে লীন সুর সংসার।
তাঁকে বলার মতো কথা কথা পরিচয়
আকণ্ঠ খেয়েছে সমগীতের তাললয়
এলে তিথির অতিথি চৈত্রের বানে
চলে যায় সময় মনে পড়া গানে।
সাইরেন খুলে তুলে ভেজা রাজপথ
বৃষ্টির বুকে রেখে গেছে জয়রথ,
তাই নিয়ে আছি বেঁচে পোষা রাতদিন
পঞ্চমীর চাঁদ মুখে সোনার হরিণ।
তবু ছায়াপথ জুড়ে রোদ, রোদের সুদিন।