বলতে এসেছি চাইতে এসেছি
তোমার যা কিছু গোপন,
আমার যা কিছু দামি কম দামি
গোপনে করেছি রোপন।
ফসলের ভাগ দু’ভাগ করিনি
দু’হাতে তুলেছি রাশি,
তুমি কিছু নাও আমারেও দাও
গোপন প্রেমের হাসি।
ইশারার চোখে দু’ভাগ হয়েছি
যাপিত তাসের ঘরে,
আঙুলের নখে কাঠঠোকরাও
হরতনে বাজি ধরে।
তুমিতো চেয়েছো এমন সে-বাজি
রাত জেগে থাকা কবি,
দুই চোখে অতি গোপনে গোপন
এঁকে যাক কোন ছবি।
অনেক জেগেছি অনেক জাগিয়ে
না বলা গোপন কথা,
তাসের ঘরেতে তুমুল ঝড়েতে
এঁকে যাবো নীরবতা।