একটি পাখির ডাকের জন্য মরতে পারতাম
শিশুর ঠোঁটে ভাঙ্গা শব্দের সকাল দেখে জাগতে পারতাম
এভাবে তো কতবারই এসেছি ফিরে ফিরে
জীবন-মরণ জাগ্রত প্রেম সঙ্গে করে।
কিন্তু তোমার মুখে শুনবো বলে
ধানের ক্ষেতে শীতল হাওয়ার মুখোমুখি উদোম দুপুর
বকুলের ডালে-ডালে বৃষ্টিবিন্দু যখন তখন
অঝর ধারায় যৌবনবতী পদ্মপুকুর।
সব কিছুই তো রক্তে আমার মাদল বাজায়
পুরনো প্রেম নতুন করে প্রেমিক সাজায়।
ভালো যখন বাসতে পারি নতুন করে
মরেও যখন আসতে পারি নতুন ভোরে।
এসো তুমি আমার মত আলো হাতে
সে-আলোতে আঁধার পুড়াই মধ্যরাতে।
এবার না-হয় বাঁচবো আমি তোমায় নিয়ে
যে যাই বলুক জীবন কি যায় মরণ দিয়ে।
(০৯ সেপ্টেম্বর, ২০১৯)