মেরুন আকাশ চরাচরে
মা কি আমায় চেনে,
লুকোচুরি সাদা মেঘে
গিয়েছে কি জেনে।
যখন আমি আকাশ পানে
ঘুড়ি উড়াই হেসে,
মা কি আমার ঘুড়ির সূতায়
সন্ধ্যা নামায় এসে।
যাস না খোকা ওইখানেতে
দিন যে গেছে চলে,
পাশের বনে শেয়াল ডাকে
গোধূলি রঙ এলে।
পাহাড়টা তে আলো-ছায়া
সূর্য ডুবার ক্ষণে,
যা ফিরে যা অন্ধকারে
ভয় পাবি আনমনে।
সেদিন আগুন আমায় জ্বেলে
অনন্তে যা ছিলো,
কপাল ভরা সিঁদুর আমার
যে ভরিয়ে দিলো।
একাকী তাঁর দুপুর যদি
না কাটে রোদ এলে,
রোদের পাখায় জল ছড়াবি
একলা আমার ছেলে।
দহন দাহে আজন্ম সে
সিঁদুর কপাল জুড়ে,
আবার যদি উড়াস ঘুড়ি
আকাশ পানে দূরে।
তোদের কাছেই লিখবো চিঠি
ঘুড়ির পানে চেয়ে,
তোর ঘরেতে জন্ম আবার
মা হয়ে তোর মেয়ে।
চিনতে পারিস যদি আমায়
মায়ের অরূপ রূপে,
মিশিয়ে দিস্ সন্ধ্যা মায়া
গন্ধ ভরা ধূপে।
(বিশ্ব মা দিবস এর শ্রদ্ধাঞ্জলি)