মেয়ে তুই যাবি আমার সাথে
মেঘের দেশে যাব আমি দেখব মেঘের অশ্রুপাত
কত ব্যথার আস্তরণে হয়-যে তার বজ্রপাত।
না.. না..অশ্রুপাতে ভয় আমার বজ্রপাতে নয়
বিজলি দেখে তোমার আমার হলো পরিচয়।
তোর কণ্ঠ আমার দেহের সাথে বৃষ্টির মত তান
বজ্রপাতে মেঘবারতা তোর কোমল কণ্ঠের গান।
তুমিতো ঝড় কালবৈশাখী ভাঙো আপন ঘর
সেই ঘরে রোজ কবে পাবো আমার অবসর।
বজ্র আমার রাতের সাথী দিনের সাথী তুই
কাল ঢেকেছে আকাশপানে কী করে বল্ ছুঁই।
ভাঙ্গা ঘরে রইলি পরে আমার সাথে চল
দেখবি, কেমন করে বজ্র দিয়ে শুদ্ধ করি।
তুমি যাও যেথায় খুশি থাকব আমি ঘরে
ভাঙ্গাঘর ভেঙো না আর কালবৈশাখী ঝড়ে।
ঝড় হয়েছি বলেইতো বজ্র আমার মিতা
রাম হয়েছি বলেই তুই হয়েছিস সীতা।
কত আগুন জ্বলেছে বল কুরুক্ষেত্রের পরে
সে-আগুন কি নিভেছে বল কোনো ভীষণ ঝড়ে।
(২৫শে মে, ২০১৯)