কার পায়ের শব্দ বাজে
সকাল সাজে, বীণা জুড়ে তান
বুকের ভেতর করা পায়চারি সুর
গেয়ে যায় দূর, মিলনের গান।
কেউ এসেছিল সনে
মন তপোবনে, ঈশান কোণে
জমে আছে মেঘ, ঝাপসা চোখে
পরম সুখে খোঁজি আমার আবেগ।
মিশে আছে ছায়া পত্রপল্লবে
গাছের ডালে, গহীন জলে পাতা ঝরা মন
চেয়েছিল আমায় পেয়েছিল আমায়
অনুভবে দূরে থাকা গভীর গোপন।
(২৭শে মার্চ, ২০২৩)