মাঝির খবর মাঝি রাখে কখন
ঢেউ তুলে নায় উন্নাসিক ভাব মুখে,
তার খবর নিব ভেবে নিলে
কত কথা বলবে-যে লোকে।
চিঠি কখন মনের কথা বলে
মনের কথা অন্তরালের টানে,
ফিরে এলো ভালোলাগার তিথি
গুনগুনিয়ে মনে পড়া গানে।
চিঠি পেলাম, পেলাম না তো আশা
আশার বুকে অন্ধ চোরাগলি,
পাষাণ বুকে বালির বাঁধও পিছু
অষ্টপ্রহর ভাবে শহরতলী।
তার সাথে হবে দেখা কবে
চিঠির ভাষা বোঝা বড় দায়,
এমনই করে অনেক কথার কথা
সময়ের সাথে বদলে যায়।
(৪ঠা অক্টোবর, ২০১৯)