আমার যে এখনও ভোর এলো না
বলেছিল যে জন লাল কাঁকড়া বিছানো অন্ধকারে কামড়ে ধরা দুঃস্বপ্ন, ভোরের অন্তে আনবে হলুদ সাপের মনি
আর আমি হয়ে যাব মহাধনবান।
কোথায় তাঁর কৌতূহল ভরা দিনান্তের বোধোদয়।

আমার যে এখনও জ্বর এল না
বলেছিল যে নববধূ শুশ্রূষাহীন আমি কতকাল পর জলপট্টির স্নানে ঝর্ণাজল ছুঁয়ে সুখী হব অবশেষে
আর আমি হয়ে যাব সুখের মান্যবর।
কোথায় তাঁর যৌবনোদয় হওয়া স্পর্শ।

আমার যে এখনও প্রাণ এল না
বলেছিল যে-শুভাকাঙ্ক্ষী প্রাণোচ্ছল রাতের চান্দ্রায়ণিক আলো ঘিরে ধরবে আমার চক্ষুতন্দ্রা ছায়া
আর আমায় নিঃসারিত হবে মহাপ্রাণতা
কোথায় তাঁর আকাঙ্ক্ষার ফল্গুধারা।

সে-ভোর, সে না-আসা জ্বর আর
আধমরা প্রাণ নিয়ে বেঁচেছিলাম কয়েক পক্ষকাল।
তারপর জেনে গেছি আশাই কেবল বেঁচে থাকে
কারও হাতের ইতস্তত স্পর্শের বাইরে।