সূর্য পশ্চিমে গেলে পাখির ডানায় কবিতারা গান হয়
সে-গান গীত হয় গভীর রাতের পাড়ে।
আমিতো ভীষণ পেতেছি কান
এ-পাড় ও-পাড় দু'পাড়ে আজ একই আহ্বান।
অসীম পারাবার, কী আছে হারাবার
বন্ধন আজ মুক্ত করি, শুনি বৃক্ষের হাহাকার।
মৌমাছিদের সাথে ঘুম ভাঙ্গা প্রভাতে
হলদে পাখির ডানা হারিয়ে গেল পথে।
কিসের এত তাড়া ফিরে এল যারা
শুনে শুকনো পাতার ধ্বনি গৃহহীন তাঁরা।
যে-নদী ভেঙ্গে যায় প্রবল জলোচ্ছ্বাসে
ভেঙ্গে যায় ঘর, কে-বা আপন পর।
ভেঙ্গে যায় ঘর সদ্য বিধবা নারীর
উঠোন জুড়ে বিষাদ আর বৈধব্যের ছায়া,
গ্রাস করে সব বিস্তৃত অলংকার।
যে-ভোর হবে হবে করে ঝিঁঝিঁ র দল সুর তুলে
সে-ভোর কখনও এল না,
সে-সকাল ঝড়ের পরের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে।
ভিটে-মাটিহীন জীবনে আজ সমাহিত কবি
একগুচ্ছ ফুল কে গেলো ফেলে অবহেলায়।
নিঃসঙ্গ এ এপিটাফ জুড়ে লেখা একটি কথা...
'যদিও মানুষ হয়ে বেঁচে থাকি
কিন্তু মানুষের নই'।
(২৮শে জুলাই, ২০১৮)