কেন মিছে অভিমান
ছেড়ে যাওয়ার আহ্বান,
এ জগৎ চায় তোমারে
ভুলে যাও পিছুটান।

করিয়াছ কর্ম যত
এ সংসারের তরে,
শুধিবে সে শতঋণ
প্রাণখোলা অন্তরে।

যে পাখি গায় গান
সুর বোঝ তার,
তুমি লিখ সেই গান
কামনা আমার।

আমি অতি সাধারণ
ভুলে যাই পথ,
সে-পথে কি আসিবে
তোমার জয়রথ।

জয়রথে পুষ্পবৃষ্টি
তোমায় যায় না দেখা,
তোমায় দেখার আশা নিয়েই
এসেছিলাম একা।

বন্ধু তোমার অনেক নাম
সোনায় খোদাই করা,
বিশ্বসভায় জয়ধ্বনি
উঠলো কেঁপে ধরা।

তোমার গানই গাইবে লোকে
অশ্রুভরা জল,
সেই জলেতে প্রতিচ্ছবি
তোমার টলমল।

আমি আছি সঙ্গে তোমার
আলো-আঁধারি,
দিন ফুরলে রাতে তোমার
হাতের তরবারি।

ভয় কর না অন্ধকারে
আসবে আলোর দিন,
সেই আলোতে দিয়ে যাব
আমার যত ঋণ।

শেষের বেলায় এলাম চলে
এবার বিদায় চাই,
ঘণ্টা বাজে আর্তনাদে
হৃদয় বারান্দায়।
            
(২৯শে মে, ২০১৯)