****
ছাদের উপর দাঁড়িয়ে বিজন
আকাশ দেখার ছলে
বুকের ভেতর ঢেউখেলে যায়
দু’চোখ কিযে বলে !

ঐ যে দূরের চিলেকোটায়
চাঁদকে খোঁজার বায়না
ফাঁক গলিয়ে খিরকিটাকে
দু’পাড়ে দুই আয়না ।

মেঘে মেঘে ঠুকাঠুকি
বিজলি মেয়ে হাসে
মনের আকাশ রঙ মেখে নেয়
হরেক স্বপন চাষে ।
এমনি তরে আকাশ দেখা
যুগল চোখের খেলা
অতল ঢেউয়ে সাঁতারকাটে
ভাসিয়ে মনের ভেলা ।।