যখন উড়িবে পাখি ছাড়িয়া খাঁচা
দিগন্তে মিলিবে পাখির উড়িবার দুর্ণিবার সাধ
সহচরী মন এক পৃথিবীর মায়ার বাঁধন
ডাকিবে আকুল হয়ে পড়ে থাকা জন ।
কভূ কি ফিরিবে পাখি খাঁচার ভেতর
মুক্তির চোখ যার দেখিয়াছে ভোর ?
যদি পারো মন পাখি কোনো অবসর
আসিও এখানে ফের ; জমিয়ো আসর -
ঘুঘুদের করুন ডাক তপ্ত দুপুরে
কুড়িয়ো মাটির প্রেম রোদে পুড়ে পুড়ে ।
রাখালের দূরাগত শুনে যেও গান
হেমন্ত দেখিও আর বাংলার ধান ,
বিকেলের গন্ধ নিয়ো সারা গায়ে মেখে
ফিরিয়ো নতুন ভোরে বাংলাকে দেখে ।