** **
ভালবাসার হাত বাধা শক্ত বাঁধনে
বিত্ত বৈভবের হাঁসেরা যেখানে করে জলকেলি
উড়ে যায় আবেগের খেয়ালি ফানুস
সমুদ্র শুকিয়ে যায় ভাটার টানে
রঙীন প্রজাপতি মমি হয়ে থাকে-
প্রেমের নিসঙ্গ কুসুম চোখ বুজে রয়
জেগেরয় পৃথিবী ; বিকেলের ঘ্রাণ
রোদের ডানায় নাচে পুঁজির হাড়ি
মধ্যবিত্ত হাসি – স্মুদ্র গহীনে
ডেকে যায় নীলমুখো কালের ড্রাগন ।
ধুয়ে দিয়ে বিকেলের শান্ত শরীর
বিভুক্ষ চিল উড়ে আকাশে সঙ্গীন
ভালবাসার হাত আজ পড়েছে বাধা
মুখে তবু ম্লাণহাসি ব্যাথার শামুক
কাঁদে মন-মহাজন, অনাহারি সুখ ।।