সত্য প্রেমিক পথিক তুমি
দরাজ বিপুল দিল
মরু দেয়ালের পরতে পরতে
স্মৃতি তব অম্লীণ !
যুগ যুগান্ত ধরিয়া তোমার
সত্যকামী মন-
কত জনপদ খুঁজিয়া ফিরেছে
সত্যের সন্ধান ।
নুয়ে পড়েছে মরু আফতাব
তোমার সাধনা দেখে;
সত্যের পরম পরশ পেয়েছ
যাতনা জীবনে মেখে !
যুগ যুগান্ত কালের প্রান্ত
জীবনের সিমানায়-
খুঁজিয়া পাইলে পরশ মানিক
শেষে ফের মদিনায় ।
বিশাল- বিপুল আয়েশী জীবন
রাজ্য ছাড়িয়া ধন
সত্যের লাগিয়া করেছিলে বরণ
গোলামীর বন্ধন !
যে মানিক খুঁজিয়া ফিরিছিলে তুমি
শত শত কাল ধরে-
সেই মানিকের পরশে সিক্ত
ঘুমিছো মাটির ঘরে ।
সমর কুশলী ! হে সেনানী !
কমান্ড ভয়ানক,
বাঁচিয়েছ সবুজ মদিনার ভূমি
খুড়ে শত খন্দক ।
সত্যকামী হে মহা মুসাফির
ফার্সী সালমান -
তোমায় দেখে ক্ষীণ মরুরবি
হয়ে গেছে কবে ম্লাণ !
রাজ্য বিহীন রাজা তুমি
সত্যের শাহাজাদা
এ ধরা সংসার থাকিলে বাঁচিয়া
বইবে তোমার (স্মৃতির ) বোঝা ।
মাটির পুতুলে করনি পূঁজা
জানিয়া অসাড় প্রাণ
খেঁজুর শাখে-কাঁদিয়া করেছ
সত্যের সন্ধান ।
ইয়াহুদির ঘরে করে গোলামী
খুঁজো মনে মনে তাঁরে...
একদিন সেই আলোক রবি
এলো মানবের ঘরে ।
তহফা,হাদিয়া, সাদকা দিয়ে
পরখ কর, কত ছলে......
জানিলে শেষে সত্য প্রেমিকে
সত্যের প্রদীপ জ্বেলে ।
সারাটি জনম যে আলো তরে
ব্যাকুল হইয়া মর
সেই আলোর প্রেমে পাগল প্রেমিক
লাফিয়ে লাফিয়ে পড় ।
ফার্সী সালমান !তোমায় খুজিলে
বারে বারে আসে জীবনের ক্রন্দণ
সত্যের অটুট প্রাচীর তুমি -
নির্ভিক এক প্রাণ !