****


সোনার মোড়ক রুপোর পাতায়
ঢাকা তোমার দেহ
তোমায় দেখে মুখ ফেরাবে ?
পারবে না তা কেহ !

সবুজ শ্যামল ভরা তোমার
তুল তুলে ঐ বুকে
আওল বাউল ঘুমায় ওরা
আপন মনের সুখে ।

তিতুরা সব ঝান্ডা ওড়ায়
রক্তমাখা হাতে
রক্ত দিয়ে মুক্তি আনি
তোমার আঁচলটাতে ।

ইতল বিতল তোমার দেহ
সবুজ সবুজ পাতা
কাব্যময়ীর কাব্য যেন
মণি মুক্তোয় গাঁথা ।

শান্ বাঁধানো দিঘির ঘাটে
শুন্যে উড়ে চিল
শাপলা শালুক ভরা যেথা
বিলের পরে বিল ।

জোনাকিদের রঙীন ডানায়
সন্ধ্যা নামে পাটে
চাঁদের বুড়ি চরকি কাটে
চাদনী রাতের হাটে ।

লালন শাহের ভবের গীতি
হাচন রাজার সুর
নজরুলের ঝাঁকড়া চুলে
উদাস করা দুপুর ।

সোনার মোড়ক রুপোর পাতায়
আঁকা তোমার ছবি
তাইতো হেথায় কাব্যবুনে
লক্ষ কোটি কবি ।