# #
শরৎ আনে মেঘের ভেলা
শিউলি কুড়ার ক্ষণ
শরৎ আনে শিশিরকণা
শুভ্র কাশের বন ।
কুহেলিকায় সন্ধ্যা নামে
শাপলা দোলে ঝিলে
নীল আকাশে ডানামেলে
সুখ খুঁজে পায় চিলে ।
রুপোর মত চাঁদটা হাসে
তারায় হাসে রাত
মুঠো ভরে শিউলি তুলে
শিশুর নরম হাত ।
শরৎ আসে বাংলাদেশে
শুভ্রকেশি নারী
ভাটিয়ালীর সুর ছড়িয়ে
মনমাঝি দেয় পাড়ি ।
শরৎ আনে সুখের পরশ
সফেদ সাদার দিন
শুভ্র আলোয় ঘুচুক সকল
তপ্ত ধরার ঋণ ।।