শীত কুয়াশায় সূ্য্য ঘুমায়
শিশির ভেজায় পা ,
ঠক্ ঠকাঠক্ শীতের প্রকোপ
কাঁপছে নগর - গাঁ ।
লেপ মুড়িয়ে ; আগুন তাপায়
শীতকে তাড়ার বায়না-
কাঁপন ধরে দাদা দাদুর
ঘর ছাড়তে চায়না !
গরু বাছুর ঝিমোয় সবে
সূ্য্যি মামার খবর নেই
শীতার্তদের পাশে দাঁড়াই
গরম কাপড় তাদেক দেই ।
ভীষণ শীতে কাঁপছে সবে
দুলছে তরু হিমেল বায়
খেঁজুর রসের পিঠাপুলি
পায়েস রেঁধে ডাকছে মা’য় ।
কুমড়ো ফুলে শিশির কণা
ঝিকিমিকি জ্বলে,
রোদের শরীর গা এলিয়ে
ঘুমায় মেঘের তলে !
শীতের দিনে রঙবাহারী
সবজি ওঠে হাটে
হলুদ হলুদ সরষের ফুল
দেদুল দোলায় মাঠে ।।
শীতের টোপর মাথায় পড়ে
ঘুমায় সোনা রোদ
হিমের বুড়ি মান করে রোজ
নিচ্ছে কিসের শোধ !