আমারও দু'টি চোখ ছিল ভাই
এই দু'টি চোখ ছাড়া
যাহার স্মৃতি রাতদুপুরে এখনো করে তাড়া !
সেই দু'টি চোখ চাতক পাখি
পথকে চেয়ে থাকতো
হৃদয় মাঝের ক্যানভাসে তাই
হরেক ছবি আঁকতো
সেই দু'টি চোখ হারিয়ে গেছে
কালের ভেলায় ভেসে
যতই খুঁজি পাইনা তারে
দেশকে মহাদেশে ।
ওই দু'টি চোখ স্বপ্ন বোনার
সুখ পবনের পাখি
ঐ দু'টি চোখ হারিয়েছে যার
তার কী আছে বাকী !!
স্বপ্ন ঘুড়ি নীলাবতির আকাশ ফুঁড়ে উড়ে
ভগ্ন বীণায় সুর ছড়িয়ে কাঁদছে অতীত দূরে,
রঙ্গীন ডানার প্রজাপতি কল্পপুরীর লোক
তাহার মতই রঙ্গীন ছিল আমারও দু'টি চোখ ।