স্মৃতির বিরহে দাঁড়িয়ে শিয়রে
কাঁদিছে স্বপ্নসুখ
বিনাসী ঝড়ে ভাঙ্গিছে যেন
প্রিয়ার সোনার মুখ ।
পূর্ণিমার চাঁদ ফিকে আজ তাই
মিছে মিছি খেলাঘর
উজাড় প্রায় ফসলী জমিন
সবুজের সংসার !
ছ’মিলে কাটে করাতের মুখ
সবুজের কঁচি বুক
রক্তচোষা পাষাণ প্রগতি
এই কি দিয়েছে সুখ !
নদীগুলো আজ মরা সোঁতা প্রায়
ধরলার বুকে চাষ
নিতুই যেখানে ফাগুন চৈত্র
শ্রাবণের বনবাস !!
চিংড়ি -পুঁটি , বাঁশপাতারী
কোরাল-টাকি,ফোলি
বিপন্ন প্রায় মৎস কুমারী
রাঘবের দলাদলী !
বোমামেশিনে পুঁড়ছে মানিক
মাটির শক্ত বুক
সুখের বিরহে আজো কাঁদে তাই
প্রকৃতির সোনামুখ !
চন্দনা আর হরিৎ টিয়া
মাছরাঙ্গাদের দল
হলদে পাখির হলুদ চোখ
নিদারুন ছলছল !!
আর খেওনা সবুজ স্বপ্ন
প্রকৃতির বসত ভীটা
যত পার নাও ; আরো বেশি খাও
হাইব্রিড দুনিয়াটা ।।